কুড়িগ্রাম-২: স্বতন্ত্র প্রার্থীর সাথে জাপার হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা

কুড়িগ্রাম-২: স্বতন্ত্র প্রার্থীর সাথে জাপার হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা

ফাইল ছবি

কুড়িগ্রাম সদর, রাজারহাট ও ফুলবাড়ী উপজেলা নিয়ে গঠিত কুড়িগ্রাম-২ আসন। এ  আসনে এবার ভোটের লড়াই হবে স্বতন্ত্র প্রার্থী (ট্রাক প্রতীক) ডা: হামিদুল হক খন্দকারের সাথে জাতীয় পার্টির (লাঙল) প্রার্থী পনির উদ্দিন আহমেদের। এ আসনে আওয়ামী লীগের প্রার্থী ও সাবেক এমপি মো:জাফর আলীর নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করার কথা থাকলেও কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী শরিক দল জাপাকে আসনটি ছেড়ে দেয়া হয়। 

বীরমুক্তিযোদ্ধা ডা: হামিদুল হক খন্দকারের পক্ষে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী মাঠে নেমেছেন। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাচ্ছেন তারা। ভোটারদের মতে, আসনটিতে এবার ট্রাক ও লাঙলের হাড্ডাহাড্ডি লড়াই হবে। স্বতন্ত্র প্রার্থী  হামিদুল হক খন্দকার তার নিজ এলাকা ফুলবাড়ী উপজেলাসহ সদর উপজেলা ও রাজারহাটে  প্রচারণা চালাচ্ছেন। 

জাপার প্রার্থী লাঙল প্রতীকের পনির উদ্দিন আহমেদও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। দলটিতে সাংগঠনিক দুর্বলতা থাকায় তার কর্মী সমর্থক মাঠে কম দেখা যায়। তবে ভোটারদের অনেকেই আসনটি লাঙলের ঘাঁটি বলে পরিচিত হওয়ায় এবারেও জাপা জয়ী হবে বলে আশা করছেন।