মেট্রোরেলের তার থেকে ৪০টি ফানুস অপসারণ

মেট্রোরেলের তার থেকে ৪০টি ফানুস অপসারণ

সংগৃহীত

এবারের থার্টি ফার্স্ট নাইটে যে কোনও ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে মেট্রোরেলের রুট ও এর আশপাশের এলাকার এক কিলোমিটারের মধ্যে ফানুস বা এ জাতীয় কোনও কিছু না ওড়ানোর অনুরোধ করা হয়েছিলো আগেভাগেই। সহায়তা চাওয়া হয়েছিলো পুলিশের। তবুও আটকানো গেলো না মেট্রোরেলে ফানুস আক্রমণ। রবিবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাতে মেট্রোরেলের বিভিন্ন অংশে চলাচলের বিদ্যুতিক তারে আটকা পড়ে উড়ে আসা ফানুস। প্রায় ৪০টি ফানুস অপসারণ করার কথা জানায় মেট্রোরেল কর্তৃপক্ষ।

তবে গতবছরের ফানুস আটকানোর অভিজ্ঞতার আলোকে এবছর আগে থেকেই প্রস্তুত ছিলো মেট্রোরেল কর্তৃপক্ষ। তাই ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে কর্মীরা রাত ৩টা থেকে মেট্রোরেলের বিভিন্ন স্থানে পরিদর্শনে ছিলো বলে মেট্রোরেল সূত্রে জানা গেছে। 

এবিষয়ে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের জেনারেল ম্যানেজার (অপারেশন) মোহাম্মদ ইফতিখার হোসেন বলেন, এবছর আমরা আগের থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছিলাম। রাতেই কর্মীরা বিভিন্ন স্টেশন ও লাইন ঘুরে ঘুরে মেট্রোরেলের তারে আটকে থাকা ফানুস অপসারণ করেছে। রাতেই সব ফানুস অপসারণ করায় সকালে মেট্রোরেল চলাচলে কোনও বিলম্ব বা বিঘ্ন ঘটেনি বলেও জানান তিনি। 

উল্লেখ্য, গেলো বছর ২০২৩ সালে থার্টিফার্স্টে মেট্রোরেলে ফানুস আটকে দুই ঘণ্টা মেট্রোরেল চলাচল বন্ধ ছিলো।