তৃতীয় দিনের মতো বিএনপিপন্থী আইনজীবীদের আদালত বর্জন

তৃতীয় দিনের মতো বিএনপিপন্থী আইনজীবীদের আদালত বর্জন

সংগৃহীত

তৃতীয় দিনের মতো আদালত বর্জন কর্মসূচি পালন করেছেন বিএনপিপন্থী আইনজীবীরা। সরকারের পদত্যাগ, গণতন্ত্র, আইনের পুনঃপ্রতিষ্ঠা এবং বিচারের নামে অবিচার বন্ধের দাবিতে বিএনপির চলমান অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে এ কর্মসূচি পালন করেছেন তারা।

বুধবার (৩ জানুয়ারি) সকালে সুপ্রিম কোর্ট বার ভবনের নিচে এমন কর্মসূচি পালন করছেন তারা।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট বার শাখার সাধারণ সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল ও আইনজীবী নেতা সৈয়দ মামুন মাহবুব এতে নেতৃত্ব দিচ্ছেন।

এর আগে গত দুইদিন বিচারিক আদালতসহ সারাদেশে অভিন্ন কর্মসূচি পালন করেন সরকারবিরোধী আইনজীবীরা। এতে দিনভর আদালতপাড়ায় উত্তাপ ছড়ায়। 

৭ জানুয়ারি পর্যন্ত একই কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আইনজীবীরা।

গতকাল মঙ্গলবার (২ জানুয়ারি) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সামনে কয়েকশ বিএনপিপন্থী ও সরকারবিরোধী আইনজীবী অবস্থান নিয়ে আদালত বর্জন কর্মসূচি পালন করেন। মাঝে এক ঘণ্টার বিরতি ছিল। কর্মসূচি পালনের সময় তারা আইনজীবীদের মাঝে আদালত বর্জনের লিফলেট বিতরণ করেন।