হামাসের সামরিক অবকাঠামো ধ্বংসের দাবি ইসরায়েলের

হামাসের সামরিক অবকাঠামো ধ্বংসের দাবি ইসরায়েলের

সংগৃহীত

উত্তর গাজায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সামরিক অবকাঠামো পুরোপুরি ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। এছাড়াও এখন পর্যন্ত ৮ হাজারেরও বেশি হামাস সদস্যকে হত্যার দাবি করেছে তারা।

রোববার (৭ জানুয়ারি) যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি সাংবাদিকদের বলেন, আমরা উত্তর গাজায় হামাসের সামরিক অবকাঠামো পুরোপুরি ধ্বংস করেছি। তারা এখন কোনো কমান্ডার ছাড়াই বিক্ষিপ্তভাবে তাদের কার্যক্রম পরিচালনা করছে।
হাগারি আরও বলেন, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এখন দক্ষিণ ও মধ্য গাজায় হামাসকে ধ্বংস করায় মনোনিবেশ করছে।

ইসরায়েলি বাহিনীর মুখপাত্র বলেন, ইসরায়েল উত্তর গাজায় প্রায় ৮ হাজার হামাস সদস্যকে হত্যা করেছে। তবে বিবিসির পক্ষ থেকে ইসরায়েলি সেনাবাহিনীর এই দাবির ব্যাপারে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।