ভোট বর্জনকারীদের জনগণই বর্জন করেছে : ওবায়দুল কাদের

ভোট বর্জনকারীদের জনগণই বর্জন করেছে : ওবায়দুল কাদের

সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রবিবার সকালে নির্বাচনী এলাকায় বসুরহাট পৌরসভার ১ নং ওয়ার্ডের বড় রাজাপুরে উদয়ন ফ্রি ক্যাডেট একাডেমি কেন্দ্রে (মন্ত্রী মহোদয়ের বাড়ি সংলগ্ন) তিনি ভোট দেন।

ওবায়দুল কাদের বলেন, ‘যারা বলেছিলেন নির্বাচন অংশগ্রহণমূলক হচ্ছে না- তাদের ধারণা ভুল প্রমাণিত হয়েছে। শান্তিপূর্ণ উৎসবমুখর পরিবেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আমি এ পর্যন্ত যত জায়গায় খবর নিয়েছি এবং আমি আমার নির্বাচনী এলাকায় এসে যা দেখতে পাচ্ছি, উৎসবমুখর পরিবেশ, বিপুল সংখ্যক ভোটারের স্বতঃস্ফূর্ত উপস্থিতি। এটাই প্রমাণ করে বিএনপি ও তাদের সমমনারা আন্দোলনে পরাজিত হয়েছে।’

বিএনপির ভোট বর্জন কর্মসূচি প্রসঙ্গ তুলে সাংবাদিকদের সামনে তিনি বলেন, ‘আজকে এটাই প্রমাণ করছে, ভোটাররাই তাদের বর্জন করেছে। যারা ভোট বর্জন করতে নাশকতার আশ্রয় নিয়েছে তারা আবারও পরাজিত হলো। ভোটা বর্জন করতে তারা অনুরোধ করেছে কিন্তু নির্বাচনে আজ যে পরিবেশ এবং ভোটারদের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ তাতে মনে হচ্ছে, যারা বর্জন করতে আহ্বান করেছিল, ভোটাররা তাদেরই বর্জন করেছে।’