দীর্ঘদিন পর খুললো বিএনপির গুলশান কার্যালয়

দীর্ঘদিন পর খুললো বিএনপির গুলশান কার্যালয়

সংগৃহীত

গত বছরের ২৮ অক্টোবরের বিএনপির মহাসমাবেশ পণ্ড হওয়ার দীর্ঘ ২ মাস ১০ দিন পর প্রথমবারের মতো খুলছে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়। জানা গেছে, সোমবার (৮ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করবেন সাবেক মন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ড. আব্দুল মঈন খান।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, ২৮ অক্টোবরের পর চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে প্রথম কার্যক্রম চালু হচ্ছে। সোমবার সকালে সংবাদ সম্মেলন করবেন ড. আবদুল মঈন খান। উপস্থিত থাকবেন স্থায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খান ও বেগম সেলিমা রহমান

প্রসঙ্গত, গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ পণ্ড হওয়ার পর থেকে দলটির কার্যালয় বন্ধ হয়ে যায়। একই দিন থেকে বন্ধ হয় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ও। নেতারা দীর্ঘ দুই মাস ধরে ফেরারি কর্মসূচি পালন করেছেন।