কুষ্টিয়া- ৪ : নির্বাচন পরবর্তী নৌকা ও ট্রাকের সমর্থকদের মধ্যে হামলা ও ভাংচুর

কুষ্টিয়া- ৪ :  নির্বাচন পরবর্তী নৌকা ও ট্রাকের সমর্থকদের মধ্যে হামলা ও ভাংচুর

কুষ্টিয়া- ৪ : নির্বাচন পরবর্তী নৌকা ও ট্রাকের সমর্থকদের মধ্যে হামলা ও ভাংচুর

কুষ্টিয়ার কুমারখালী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফলাফল ঘোষণার পর স্বতন্ত্র ট্রাক ও নৌকার সমর্থকদের মধ্যে হামলা ও বাড়িঘর ভাংচুরের ঘটনা ঘটেছে। সোমবার সকালে কুষ্টিয়ার পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

জানা যায়, নির্বাচনের ফলাফল ঘোষনার পর স্বতন্ত্র  ট্রাকের প্রার্থী আব্দুর রউফ এর সমর্থকরা পান্টি ইউনিয়নের ডাঁশা গ্রামে আনন্দ মিছিল বের করে এবং আনন্দ মিছিল থেকে একটা গ্রুপ বের হয়ে এসে রাজ্জাক হোসেন (চুকা),  উম্মত আলী, জয়নাল, আজিজ ও হাফিজের বাড়িতে ও দোকানে হামলা করে ব্যাপক ক্ষয়ক্ষতি করে। অপরদিকে উপজেলার বাগুলাট ইউনিয়নের ৬নং ওয়ার্ড দক্ষিণ মনোহরপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে ভোট গ্রহণ শেষে বাড়ি ফেরার পথে নৌকার সমর্থকরা ট্রাক মার্কার  পোলিং এজেন্ট অহিদুলসহ সমর্থকদের  উপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। এ সময় গুরুতর আহত অবস্থায় পোলিং এজেন্টসহ ৪জনকে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। অন্যান্যদের মধ্যে আহত হয়েছেন তোফাজ্জেল হোসেন, শুভ ও আব্দুল মজিদ।