পাবনায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

পাবনায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

ছবিঃ পাবনায় জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করছেন সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স

পাবনা প্রতিনিধি

প্রতি বছরের ন্যায় এ বছরও পাবনায় সপ্তাহব্যাপী মৎস্য সপ্তাহ শুরু হয়েছে। পাবনায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২০ উপলক্ষে ‘মাছ উৎপাদন বৃদ্ধি করি, সুখী সমৃদ্ধ দেশ গড়ি’-এই শ্লোগানকে সামনে রখে মৎস্য সপ্তাহের প্রথমদিন মঙ্গলবার (২১ জুলাই ) সদর উপজেলা লেকে মাছের পোনা অবমুক্ত করেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও পাবনা সদর-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।
এ উপলক্ষে এমপি বলেন, করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য মাছ, পুষ্টিকরসম্পন্ন খাবার ক্ষেতে হবে; তাহলেই এই করোনা ভাইরাস রোগ কিছুটা হলেও মোকাবেলা করা সম্ভব হভে। পরিত্যক্ত জলাশয়ে মাছ চাষ করার উপর তিনি গুরুত্বারোপ করেন। 
এসময় অন্যান্যের উপস্থিত ছিলেন পাবনা জেলা মৎস্য অফিসার মোঃ আব্দুল রউফ, সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা জয়নাল আবেদীন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাওয়াল বিশ্বাসসহ দলীয় নেতৃবৃন্দ। 
আগামী সাতদিন ব্যাপী নানা কর্মসূচীর মাধ্যে দিয়ে পালিত হবে জাতীয় মৎস্য সপ্তাহ।