রোমাঞ্চকর ম্যাচে জিম্বাবুয়েকে হারাল শ্রীলঙ্কা

রোমাঞ্চকর ম্যাচে জিম্বাবুয়েকে হারাল শ্রীলঙ্কা

সংগৃহীত

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে কাল মাঠে নেমেছিল শ্রীলঙ্কা। লঙ্কানদের বিপক্ষে কলম্বোয় আগে ব্যাট করতে নেমে ক্রেইগ আরভিনের ৮২ রানের ইনিংসে ভর করে ৪৪.৪ ওভারে ২০৮ রান করে অলআউট হয় জিম্বাবুয়ে। লক্ষ্য তাড়া করতে নেমে ১১২ রান তুলতেই ৬ উইকেট হারিয়ে বিপাকে পড়ে স্বাগতিকরা। তবে শেষ পর্যন্ত টেইলএন্ডারদের দৃঢ়তায় ২ উইকেট হাতে জয় তুলে নিতে সমর্থ হয়েছে কুশল মেন্ডিসের দল।

টসে জিতে আগে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ের শুরুটা ভালো হয়নি। প্রথম ওভারেই শুন্য রানে বিদায় নেন এক ওপেনার। পরে আরেক ওপেনার জয়লর্ড গাম্বিকে নিয়ে দলের হাল ধরেন অধিনায়ক ক্রেইগ আরভিন। এ দুজন মিলে গড়েন ৬০ রানের জুটি

৩৭ বলে ৩০ রান করে মাহেশ থিকসানার বলে আউট হয়ে সাজঘর ফিরেন জয়লর্ড। এরপর ক্রিজে আরভিনের সঙ্গী হন মিলটন শুম্বা। তবে দলীয় ১১৪ রানেই থিকসানার বলে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরেন শুম্বা। এরপর সিকান্দার রাজা ব্যাটিংয়ে নেমেও ফিরে এগেছেন মাত্র ১ রান করেই।

এদিকে একপ্রান্তে যাও্যা-আসা চলতে থাকলেও অপরপ্রান্তে সফরকারীদের রানের চাকা ঘুরিয়েছেন আরভিন। লঙ্কান বোলারদের সামলে তিনি ১০২ বলে করেছেন ৮২ রান। তাঁর দায়িত্বশীল ইনিংসের সুবাদেই ২০৮ রান সংগ্রহ করে অল আউট হয় জিম্বাবুয়ে। লঙ্কানদের হয় সর্বোচ্চ ৪ উইকেট নেন থিকসানা।

এদিকে ২০৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সূচনা ভালো করতে পারেনি শ্রীলঙ্কাও। প্রথম ওভারেই বিদায় নেন ওপেনার আভিস্কা ফার্নান্দো। এরপর দলীয় ১৬ রানেই সাজঘরের পথ ধরেন সাম্প্রতিক সময়ে লঙ্কানদের ব্যাট হাতে আলো ছ্রানো সাদিরা সামারাবিক্রমা। শুরুতেই দুই ব্যাটারকে হারিয়ে তাই চাপে পড়ে স্বাগতিকরা।

পরে দলের চাপ আরও বাড়িয়ে দেন অধিনায়ক কুশল মেন্ডিস। দলীয় ৫১ রানে রিভচার্ড গারাভার বলে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরতে হয় তাকে। এরপর দ্রুত আরও তিন উইকেট হারায় লঙ্কানরা। ফলে ১১২ রান তুলতেই ৬ উইকেঠারিয়ে বিপাকে পড়ে মেন্ডিসের দল।

তবে লঙ্কানদের এদিন পথ দেখিয়েছেন চারে নামা লিয়ানাগে। লঙ্কান এই ব্যাটার সফরকারী বোলারদের সামলে দলের রানের চাকা সচল রেখেছিলেন। দলে ম্যাচে ফেরানোর পথে তিনি খেলেন ১২৭ বলে ৯৫ রানের ইনিংস। তবে ৪৩ ওভারের সময় ব্লেসিং মুজারাবানির বলে ক্যাচ তুলে গারাভার মুথোবন্দি হয়ে সাজঘরে ফিরেন।

লিয়ানাগে আউট হওয়ায় ১৭২ রানে ৮ উইকেট হারিয়ে তখন খাদের কিনারে শ্রীলঙ্কা। তবে দলকে এদিন পরাজয়ের হাত থেকে রক্ষা করেছেন দুশমন্ত চামিরা এবং জেফরি ভেন্ডারসি। এদুজন মিলে শেষদিকে গড়েন ৪০ বলে ৩৯ রানের জুটি। এ জুটিতেই শেষ পর্যন্ত ২ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় লঙ্কানরা।