ট্রলিচাপায় স্কুলছাত্রী নিহত

ট্রলিচাপায় স্কুলছাত্রী নিহত

ছবিঃ সংগৃহীত।

বরিশালের উজিরপুরে ইটবোঝাই ট্রলিচাপায় নুসরাত আক্তার (১১) নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এ ঘটনার পরপরই বিক্ষিপ্ত জনতা ট্রলিতে অগ্নিসংযোগ করেন।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বিকেল পৌনে ৩টার দিকে উজিরপুর সাতলা সড়কের সাকরাল এলাকার মাওলানা খলিল হাওলাদারের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহত নুসরাত আক্তার পরমানন্দ সাহা গ্রামের কৃষক সোহরাব হাওলাদারের মেয়ে। সে উপজেলার আব্দুল মজিদ বহুমুখী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে দুই সহপাঠীসহ স্কুল থেকে হেঁটে বাড়ি ফিরছিল নুসরাত আক্তার। সাকরাল গ্রামের মাওলানা খলিল হাওলাদারের বাড়ির সামনের এলাকা অতিক্রমকালে বিপরীতমুখী ইটবোঝাই একটি ট্রলি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নুসরাত মারা যায়।

দুর্ঘটনার পর ট্রলির চালক কালাম হাওলাদার ও হেলপার সজল ভূঁইয়া পালিয়ে গেলে বিক্ষুব্ধ জনতা ট্রলিতে অগ্নিসংযোগ করেন। খবর পেয়ে উজিরপুর থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আহমেদ বলেন, এ ঘটনায় নিহতের পরিবার লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।