৪ ঘণ্টা বন্ধ পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু

৪ ঘণ্টা বন্ধ পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু

ফাইল ছবি

ঘন কুয়াশার কারণে প্রায় ৪ ঘণ্টা বন্ধ থাকার পর রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। শুক্রবার (১২ জানুয়ারি) ভোর সাড়ে ৬টা থেকে ফেরি চলাচল শুরু হয়।

বিষয়টি নিশ্চিত করে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন জানান, ঘন কুয়াশার কারণে বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটা থেকে দৌলতদিয়া প্রান্ত থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। পরে শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে কুয়াশা কেটে নদীপথ পরিষ্কার হয়ে আসলে ঘাট থেকে ফেরি ছাড়তে শুরু করে। বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে।

তিনি জানান, রাতে ফেরি চলাচল বন্ধ থাকায় পারাপারের অপেক্ষায় রয়েছে শতাধিক যানবাহন। অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী পরিবহন আগে পারাপার করা হবে।

প্রসঙ্গত, ঘন কুয়াশার কারণে গত কিছু দিন ধরে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যহত হচ্ছে। প্রতিদিনই প্রায় মধ্যরাতের পর এরুটে ফেরি বন্ধ থাকছে। গতকালও দীর্ঘ ৮ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল।