ছয় মাসে সাড়ে ১১ হাজার প্রতিষ্ঠানকে জরিমানা

ছয় মাসে সাড়ে ১১ হাজার প্রতিষ্ঠানকে জরিমানা

মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এ এইচ এম সফিকুজ্জামান

চলতি অর্থ বছরের প্রথম ছয় মাসে ৫ হাজার ৩৭৪টি বাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এসময় বিভিন্ন অভিযোগে ১১ হাজার ৬৮৫টি প্রতিষ্ঠানে জরিমানা করেছে ৬ কোটি ৭৬ লাখ ৪০ হাজার টাকা।

বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সভাকক্ষে এক সেমিনারে এসব তথ্য জানান অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এ এইচ এম সফিকুজ্জামান

অধিদফতরের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন সংস্থাটির মহাপরিচালক। এসময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর প্রতিষ্ঠার পর থেকে বিগত বছর পর্যন্ত বাজার তদারকির তথ্যও তুলে ধরা হয়।

সংস্থাটির দেওয়া তথ্য অনুসারে প্রতিষ্ঠার গত ১৫ অর্থবছরে (২০২৩-২৪ অর্থবছরের ডিসেম্বর মাস পর্যন্ত) সারাদেশে ৭০ হাজার ৮৭৮টি বাজারে অভিযান পরিচালনা করেছে বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন এ অধিদফতর। এসব অভিযানে বিভিন্ন অভিযোগে ১ লাখ ৬৬ হাজার ২৯০টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। জরিমানা আদায় করা হয়েছে ১১৪ কোটি ৪৭ লাখ ৫৬ হাজার ১৪২ টাকা।

এসময় আগামী ১৫ মার্চ বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন উপলক্ষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের গৃহীত বিভিন্ন কার্যক্রম গণমাধ্যমের সামনে তুলে ধরেন অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান।