যেসব মেসেজের রিপ্লাই দিলে হ্যাক হতে পারে ফোন

যেসব মেসেজের রিপ্লাই দিলে হ্যাক হতে পারে ফোন

ছবিঃ সংগৃহীত।

মেটার জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম। অনেকেরই অ্যাকাউন্টে রয়েছে প্রচুর ফলোয়ার। অনেকের সঙ্গেই হয়তো মেসেজে কথা বলছেন। অচেনা কেউ মেসেজ করলে, তাকে রিপ্লাই দেন। আর এই সব কিছুর মধ্যেই যে নিজের বিপদ নিজে ডেকে আনছেন, জানেন কি? ইনস্টাগ্রামে স্ক্যামাররা মেসেজ পাঠিয়ে ফোন হ্যাক করে নিচ্ছে। আর তারপরেই ফাঁকা হয়ে যাচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট। চুরি হবে আপনার ফোনের সব ব্যক্তিগত তথ্য।

স্ক্যামাররা ইনস্টাগ্রামে মেসেজ পাঠিয়ে লোকেদের টার্গেট করছে। আসলের বিভিন্ন চাকরি দেওয়ার সুযোগ প্রতিশ্রুতি দিয়ে মেসেজ পাঠাচ্ছে। আর তারপরেই মানুষকে তার ফাঁদে ফেলছে। অনেকেই এসব মেসেজের রিপ্লাই দেন।সাধারণত এমন মেসেজগুলোতে একটি লিঙ্ক পাঠানো হয়। লিঙ্কটিতে ক্লিক করতেই ঘটে বিরাট এক বিপদ। লিঙ্কে ক্লিক করতেই একটি নতুন পেজ খুলে যায়। সেখানে আপনার সব তথ্য লিখতে বলা হবে। এমনকি সেখানে ব্যাংক অ্যাকাউন্টের বিবরণও লিখতে বলা হতে পারে। তারপরেই ফোনে চলে আসে একটি ওটিপি। আসলে এটি স্ক্যামারদের একটি কৌশল। এর সাহায্যে তারা আপনার ব্যাংক অ্যাকাউন্টকে টার্গেট করে সব টাকা লুটে নিচ্ছে।

আপনি কিছু বোঝার আগেই স্ক্যামাররা আপনার ফোনটিকে হ্যাক করে নেবে। তারপর ফোনের সব তথ্য চুরি করে নেবে। এই ধরনের কোনো মেসেজের রিপ্লাই করবেন না। এমনকি অচেনা কোনো ব্যক্তির দেওয়া কোনো লিংকেও ক্লিক করবেন না। অচেনা কেউ আপনার ব্যক্তিগত তথ্য চাইলে তখনই তাকে ব্লক করে দিন।