পটুয়াখালীতে ২ বাসে সংঘর্ষ, আহত ৩

পটুয়াখালীতে ২ বাসে সংঘর্ষ, আহত ৩

সংগৃহীত

পটুয়াখালী মহাসড়কে কুয়াশায় না দেখতে পেয়ে পাশে দাঁড়িয়ে থাকা গ্রিন লাইন পরিবহনের একটি বাসে রাজিব পরিবহনের আরেকটি বাসের ধাক্কা দেওয়ার ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় ৩ জন আহত হয়েছেন। আহতদের পটুয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষনিক কোনো নিহতের খবর পাওয়া যায়নি।

সোমবার (১৫ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে পটুয়াখালী সদর উপজেলার বদরপুর ইউনিয়নের বদরপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে।

পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

রাজিব পরিবহন ও গ্রিন লাইন পরিবহন দুটি গাড়ি ঢাকা থেকে কুয়াকাটার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছিল।

স্থানীয়রা জানান, ঘন কুয়াশার কারণে দাঁড়িয়ে থাকা গ্রিন লাইন পরিবহনটিকে না দেখে রাজিব পরিবহন পেছন থেকে ধাক্কা দেয়। এতে গ্রিন লাইন পরিবহন রাস্তার পাশে কিছুটা পড়ে যায়। রাজিব পরিবহনের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। গ্রিন লাইন পরিবহনের পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।

রাজিব পরিবহনে থাকা এক যাত্রী বলেন, ঢাকা থেকে রাজিব পরিবহন করে কুয়াকাটা যাচ্ছিলাম। রাস্তায় দাঁড়িয়ে থাকা গ্রিন লাইন পরিবহনের সঙ্গে পেছন থেকে এসে আমাদের গাড়িতে ধাক্কা দেয়। রাজিব পরিবহনের সামনে যারা ছিল তারা বেশি আহত হয়েছেন। তাদেরকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি মো. জসিম উদ্দিন বলেন, ফায়ার সার্ভিসের গাড়িতে করে আহতদের দ্রুত পটুয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের যে মালামাল রয়েছে সেগুলো পুলিশ এখন পাহারা দিচ্ছে।