জয়পুরহাটে দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

জয়পুরহাটে দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

সংগৃহীত

জয়পুরহাটে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে স্থানীয় বে-সরকারি সংগঠন উপমা সমাজ উন্নয়ন সংস্থা। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিকালে নিশির মোড় এলাকায় আরডিআরএস বাংলাদেশের সহযোগিতায় শীতার্তদের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে কম্বল বিতরণ করেন জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্ল্যাহ আল মামুন।

কম্বল নিতে আসা সদর উপজেলার বেলাআমলা গ্রামের জয়ন্ত রানী (৪৫) বলেন, কম্বলটা আমাদের খুব দরকার ছিল। কয়দিন থেকে অনেক শীত পড়ছে। কিছুদিন আগে পেলে আরও বেশি ভালো হতো। 

তাজুর মোড় এলাকার বিপ্লব মন্ডল (৬৫) কম্বল পেয়ে বলেন, শীতে জীবন যায় যায়। আজ রাতে ভালো ঘুম হবে। আল্লাহ উনাদের ভালো করুন।

জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্ল্যাহ আল মামুন বলেন, কনকনে ঠান্ডায় জয়পুরহাটের হতদরিদ্র মানুষগুলো কম্বল পেয়ে মহাখুশি। সমাজের বিত্তবানদের উচিত নিজ নিজ অবস্থান থেকে এই সকল হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানো।

এসময় সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অশোক কুমার ঠাকুর,মোহাম্মদাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, উপমা সমাজ উন্নয়ন সংস্থার  নির্বাহী পরিচালক সুজন কুমার মন্ডল, শাখা ব্যবস্থাপক অলক কুমার দাস উপস্থিত ছিলেন।