যশোরে মধু মেলার উদ্বোধন

যশোরে মধু মেলার উদ্বোধন

ছবি: সংগৃহীত

মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ীতে ‍উদ্বোধন করা হয়েছে মধু মেলার। জেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় ৯ দিনব্যাপী মেলার উদ্বোধন করেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস’র অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন।

আগামী ২৫ জানুয়ারি বাংলা কবিতায় অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক, প্রথম মহাকাব্য ও সনেট রচয়িতা মহাকবি মাইকেল মধুসূদন দত্তের দ্বিশত জন্মবার্ষিকী। এ উপলক্ষ্যে প্রতিবছরের ন্যায় এবছরেও সাগরদাঁড়িতে বসলো গ্রামীণ মেলা। এসময় মাইকেল মধুসূদন দত্তের পৈত্রিক ভিটায় স্থাপিত কবির আবক্ষ ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

যশোরের জেলা প্রশাসক আবরাউল হাছান মজুমদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ইয়াকুব আলী ও আজিজুল ইসলাম, কেশবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী রফিকুৃল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন। স্বাগত বক্তব্য দেন কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার তুহিন হোসেন।