ইউক্রেনের ৪টি ড্রোন ভূপাতিত করেছে রুশ বিমান প্রতিরক্ষা বাহিনী

ইউক্রেনের ৪টি ড্রোন ভূপাতিত করেছে রুশ বিমান প্রতিরক্ষা বাহিনী

ইউক্রেনের ৪টি ড্রোন ভূপাতিত করেছে রুশ বিমান প্রতিরক্ষা বাহিনী

রাশিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী দেশটির স্মলেনস্ক অঞ্চলে ইউক্রেনের আরো তিনটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। রোববার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। খবর তাসের।এর আগের দিন মন্ত্রণালয় জানায়, তারা ২০ জানুয়ারি মস্কো সময় ২৩টা ৫০মিনিটের দিকে (গ্রিনিচ মান সময় রাত ৮টা ৫০মিনিট) এ অঞ্চলে ইউক্রেনের আরেকটি ড্রোন ধ্বংস করে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়,  ‘২১ জানুয়ারি মস্কো সময় ১টা ৩০মিনিটে (গ্রিনিচ মান সময় রাত সাড়ে ১০টা) রাশিয়ার ভূখ-ে বিভিন্ন স্থাপনায় ড্রোন হামলা চালানোর কিয়েভ সরকারের প্রচেষ্টা ব্যর্থ করে দেয়া হয়। সতর্ক অবস্থায় থাকা রাশিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা দেশটির স্মলেনস্ক অঞ্চলে ইউক্রেনের মনুষ্যবিহীন তিনটি আকাশযান  ধ্বংস করে। এগুলো দেখতে অনেকটা বিমানের মতো ছিল।’স্মলেনস্ক অঞ্চলের গভর্নর ভ্যাসিলি আনোখিন তার টেলিগ্রাম চ্যানেলে বলেন, শনিবার রাতে ইউক্রেনের ড্রোন হামলায় হতাহতের বা ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

সূত্র : বাসস