কুষ্টিয়ায় চালের মোকাম খাজানগরে জেলা প্রশাসনের অভিযান, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

কুষ্টিয়ায় চালের মোকাম খাজানগরে জেলা প্রশাসনের অভিযান, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

কুষ্টিয়ায় চালের মোকাম খাজানগরে জেলা প্রশাসনের অভিযান, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

কুষ্টিয়া খাজা নগরে চালের মোকামে আজ সকাল থেকে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন । অভিযানের মূল বিষয় ছিল চালের অবৈধ মজুদকরণ ও মূল্যবৃদ্ধি। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর (৪৬) ধারায় চালের বস্তায় ওজন কম থাকায় গোল্ডেন রাইস মিলকে পঞ্চাশ হাজার টাকা এবং দেশ এগ্রো ফুড রাইস মিলকে পঁচিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানের বিষয়ে জেলা প্রশাসক এহেতেশাম রেজা বলেন চাল কল মালিকদেও সাথে আমরা মিটিং-এর মাধ্যমে তাদেরকে সতর্ক করেছিলাম তারই প্রেক্ষিতে চালকলে অবৈধ মজুদ করনের বিরুদ্ধে আজ অভিযান পরিচালনা করা হলো দু-একটা মিলে প্যাকেটে ওজনে কম হওয়ায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

উক্ত অভিযানের সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার এ এইচ এম আব্দুর রকিব,কৃষি বিপণন অধিদপ্তরের কর্মকর্তা সুজাত হোসেন খান, কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক হায়াত মাহমুদ, ভোক্তা অধিদপ্তরের সরকারি পরিচালক সুচন্দন মন্ডল।