কুবি অর্থনীতি ক্লাবের সভাপতি আশিখা, সম্পাদক সাওন

কুবি অর্থনীতি ক্লাবের সভাপতি আশিখা, সম্পাদক সাওন

কুবি অর্থনীতি ক্লাবের সভাপতি আশিখা, সম্পাদক সাওন

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) অর্থনীতি বিভাগের অর্থনীতি ক্লাব ২০২৪ এর নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বিভাগের সহকারী অধ্যাপক মোছা. আশিখা আক্তার ও সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাইদুল ইসলাম সাওন। মঙ্গলবার (২৩ জানুয়ারি) বিভাগীয় প্রধান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। নবগঠিত এ কমিটির সহ-সভাপতি হয়েছেন সহকারী অধ্যাপক মোহাম্মদ নাসির হোসাইন ও কোষাধ্যক্ষ হয়েছেন সাকিব মোহাম্মদ আল-আমিন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সমন্বয়কারী ইশরাত জাহান তানহা, আরিফা আক্তার তানজিনা, হাবিবুর রহমান, সাইদুর রহমান ও শামিম বখশ সাদী।

এছাড়াও সহ-সমন্বয়কারী হিসেবে মনোনীত হয়েছেন সৌরভ ঘোষ, রিজওয়ান আহমেদ সাদিয়া আফরিন মোহনা, আশিক নেওয়াজ ও মোহাম্মদ জয়। উপদেষ্টা হিসেবে মনোনীত হয়েছে সহযোগী অধ্যাপক ড. স্বপন চন্দ্র মজুমদার, সহকারী অধ্যাপক রিফাত নাহরিন, সহকারী অধ্যাপক আয়েশা আক্তার, সহকারী অধ্যাপক মো. সাইফুল ইসলাম ও স্বর্ণা মজুমদার। সভাপতি ড. মোছা. আশিকা আক্তার বলেন, "অর্থনীতি ক্লাব বরাবরের মতো সহশিক্ষা কার্যক্রম এবং পাঠ্যক্রম বহির্ভূত কার্যক্রমে সক্রিয় থাকে। আমি চেষ্টা করেছি এ সকাল কাজগুলো সঠিকভাবে সম্পন্ন করতে।

আমরা ইনডোর, আউটডোরসহ সকল গেমস আয়োজন করেছি এবং সহশিক্ষা কার্যক্রম এর জন্য বিভিন্ন ধরনের সেমিনার, ট্রেইনিং প্রোগ্রাম আয়োজন করেছি। বিশ্ববিদ্যালয়ের বিতর্ক প্রতিযোগিতায় অর্থনীতি বিভাগ অংশগ্রহণ করেছে এবং আমরা গত বছর চ্যাম্পিয়ন হয়েছি। ক্লাব থেকে সকল ধরনের সহযোগিতা আমরা করেছি। আগামী বছরে আমাদের এসকল কাজের ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি আরোও বেশি কিছু ছাত্রছাত্রীদের দেওয়ার চেষ্টা থাকবে। এই আশাবাদ ব্যক্ত করছি।"