আর্জেন্টিনার হয়ে কোচিং চালিয়ে যাবেন স্কালোনি

আর্জেন্টিনার হয়ে কোচিং চালিয়ে যাবেন স্কালোনি

সংগৃহীত

গত বছরের নভেম্বরে থেকেই গুঞ্জন ওঠে শিগগিরই আর্জেন্টিনা জাতীয় দলের দায়িত্ব ছাড়বেন লিওনেল স্কালোনি। তবে এবার এসব গুঞ্জন উড়িয়ে দিলেন বিশ্বকাপজয়ী এই কোচ।  

স্কাই স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে স্কালোনি জানান, এটা বিদায়ের কথা ছিল না। এসব কথা এখন না ভাবার কথাই বলেছেন তিনি এবং ভবিষ্যতে কোচ হিসেবে চালিয়ে যাওয়ার কথা বলেন। স্কালোনির ভাষ্য, ‘আমি সবসময়ই বলে আসছিলাম সময়টা থেমে থাকার এবং চিন্তা করার। এটা বিদায়ের কথা ছিল না। শুধুমাত্র সেই মুহূর্তের প্রতিচ্ছবি ছিল। এখন আমাদের চালিয়ে যেতে হবে।’

এর আগে গত বছরের মারাকানায় ব্রাজিলের বিপক্ষে ১-০ ব্যবধানে জয়ের পর দল ছাড়ার ইঙ্গিত দেন স্কালোনি। সেবার তিনি জানিয়েছিলেন পরবর্তীতে কি করবেন তা নিয়ে ভাবার। স্কালোনির ভাষ্য, ‘একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে বলটা থামিয়ে দিয়ে ভাবতে হবে। এই সময়ে অনেক কিছু নিয়ে ভাবতে হবে। এই ফুটবলাররা আমাকে অনেক কিছু দিয়েছে। তারা পুরো কোচিং স্টাফকে অনেক কিছু দিয়েছে। কিন্তু এখন আমাকে ভাবতে হবে। আমাকে ভাবতে হবে কী করবো আমি। ’

তবে এই চিন্তাভাবনা থেকে এবার সরে দাঁড়ালেন এই কোচ। অর্থাৎ, কোপা আমিরিকার পরও আর্জেন্টিনার ডাগআউটে দেখা যাবে তাকে।