আমি চ্যালেঞ্জ নিতে পছন্দ করি : রেলমন্ত্রী

আমি চ্যালেঞ্জ নিতে পছন্দ করি : রেলমন্ত্রী

সংগৃহীত

রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম বলেছেন, ‌'রেলমন্ত্রী হিসেবে আমি নতুন। কিন্তু আমি একজন মুক্তিযোদ্ধা। তাই আমি চ্যালেঞ্জ নিতে পছন্দ করি। নতুন হলেও রেলের উন্নয়নে চ্যালেঞ্জ নিতে আমি প্রস্তুত। রেল নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যে পরিকল্পনা সেটি আমি বাস্তবায়ন করব।'

গতকাল বুধবার দুপুরে রেলওয়ে পূর্বাঞ্চলের রেস্ট হাউসে রেলওয়ের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

রেলমন্ত্রী বলেন, পুরোনো কালুরঘাট সেতু মেরামত করা হচ্ছে। মার্চের মাঝামাঝিতে এ সেতুতে যান চলাচল শুরু হবে। নতুন কালুরঘাট সেতু নির্মাণে ৪ থেকে ৫ বছর সময় লাগবে। এ জন্য সবার সহযোগিতা চাই।

তিনি বলেন, 'রেল অনেকটাই পঙ্গু অবস্থায় চলে আসে। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী এই রেলকে পঙ্গু অবস্থা থেকে বর্তমান অবস্থায় নিয়ে এসেছেন। সকলের সহযোগিতায় রেল ব্যবস্থাকে নতুনভাবে ঢেলে সাজাতে চাই। ইতোমধ্যে রেলকে নতুনভাবে ঢেলে সাজাতে পাঁচ হাজারের ওপরে লোকবল নিয়ে দেওয়া হয়েছে। তাদের দক্ষ করে গড়ে তোলার জন্য প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। অনেকগুলো ইঞ্জিন ও কোচ আমদানি করা হয়েছে, আরও কিছু আমদানি করা হচ্ছে। এসব ইঞ্জিন রেল বহরে যুক্ত হলে রেলে ইঞ্জিন সংকটে দূর হবে।'

মো. জিল্লুল হাকিম বলেন, 'কক্সবাজার রুটে আগামী দুই মাসের মধ্যে একটি কমিউটার ট্রেন চালু করা হবে। আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো লোকো মাস্টার সমস্যা। লোকো মাস্টার নিয়োগ হলে আমরা খুব শিগগিরই এ রুটে আরও কিছু ট্রেন চালু করব।'