বাগেরহাটে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

বাগেরহাটে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

ফাইল ছবি

বাগেরহাটের ফকিরহাটে কয়েক ঘন্টার ব্যবধানে একই স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে।

শুক্রবার রাত আড়াইটা ও সকাল সাড়ে ৭টার দিকে খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার বৈলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম জানান, শুক্রবার রাত আড়াইটার দিকে ধান ভাঙ্গানো ট্রলি চালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালক মুন্নাপ (৩২) নিহত হয়। নিহত মুন্নাপের বাড়ি সিরাজগঞ্জ জেলার তাড়াস উপজেলায়।

অপর দিকে এদিন সকাল সাড়ে ৭টার দিকে আগের ঘটনাস্থলের মাত্র ৩০ গজ দূরে বিটুমিন ভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ট্রাক চালক নিহত হয়েছেন। এ সময় চালকের সহকারি জাহাঙ্গীর সরদার আহত হয়েছেন।

নিহত ট্রাক চালক সোহাইব হোসেন (২২) সাতক্ষীরা জেলা সদরের কাশিমপুর এলাকার নজরুল ইসলামের ছেলে। আহত জাহাঙ্গীর সাতক্ষীরা সদরের বাবর আলী সরদারের ছেলে।

ফকিরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা সাজাহান মিয়া বলেন, চট্টগ্রাম থেকে বিটুমিন বোঝাই করে ট্রাকটি মোংলায় যাচ্ছিল। পথিমধ্যে ফকিরহাটের বৈলতলী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে আটকে যায়। এ সময় ট্রাক ড্রাইভার ঘটনাস্থলে নিহত এবং চালকের সহযোগী আহত হয়েছেন। আমরা আহতকে উদ্ধার করে ফকিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করি।