পঞ্চগড়ে সূর্যের দেখা মিললেও নেই উত্তাপ

পঞ্চগড়ে সূর্যের দেখা মিললেও নেই উত্তাপ

সংগৃহীত

পঞ্চগড়ে একদিনের ব্যবধানে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেয়েছে। ঘন কুয়াশা ভেদ করে সূর্যের দেখা মিলেছে সকালেই। তবে উত্তাপ নেই। কমেনি রাত এবং ভোরের শীতের দাপটও।

সোমবার (২৯ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে দিনের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এর আগে, গতকাল একই সময় এখানে ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছিল।

স্থানীয়রা জানান, রাত থেকে সকাল অবধি ঘন কুয়াশায় আচ্ছাদিত থাকে পথঘাট। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কিছুটা বেড়ে রোদের দেখা মিললেও বিকেলের পরে আবারও বাড়ে শীতের দাপট।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ্‌ বলেন, ৬-৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকলে মাঝারি শৈত্যপ্রবাহ ধরা হয়। সে হিসেবে জেলার উপর দিয়ে মাঝারি শৈত্যপ্রবাহ বইছে।