বিএনপিপন্থী ৭ আইনজীবীর শুনানি পেছাল

বিএনপিপন্থী ৭ আইনজীবীর শুনানি পেছাল

সংগৃহীত

বিএনপিপন্থী ৭ আইনজীবীর বিরুদ্ধে করা আদালত অবমাননার আবেদনের শুনানি ফের পেছানো হয়েছে।

সোমবার (২৯ জানুয়ারি) আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি বোরহান উদ্দিনের নেতৃত্বে ৫ বিচারপতির আপিল বেঞ্চ আগামী ১২ ফেব্রুয়ারি নতুন দিন ধার্য করেন।

সাত আইনজীবী হলেন কায়সার কামাল, এ জে মোহাম্মদ আলী, ফাহিমা নাসরিন, মো. আবদুল জব্বার ভূঁইয়া, মো. রুহুল কুদ্দুস, মোহাম্মদ মাহবুবুর রহমান খান ও গাজী কামরুল ইসলাম।

‘আমরা বাংলাদেশের বিচারপতিরা হলাম শপথবদ্ধ রাজনীতিবিদ’ আপিল বিভাগের এক বিচারপতির এমন বক্তব্যকে কেন্দ্র করে মিছিল-স্লোগান-সভা অব্যাহত রাখায় তাদের বিরুদ্ধে ২৯ আগস্ট আদালত অবমাননার আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. নাজমুল হুদা।

এরপর গত ১৫ নভেম্বর আপিল বিভাগ সশরীরে হাজির হয়ে আদালত অবমাননার অভিযোগের ব্যাখ্যা দিতে বিএনপিপন্থী সাত আইনজীবীকে তলব করেন আদালত। সে অনুযায়ী তারা ওইদিন আপিল বিভাগে হাজির হন। পরে সেদিন আদালত শুনানির জন্য ২৯ জানুয়ারি দিন ধার্য করেন।