ফের প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন বিপ্লব বড়ুয়া

ফের প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন বিপ্লব বড়ুয়া

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী হিসেবে ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াকে আবারো নিয়োগ দেওয়া হয়েছে। রোববার  ২৮ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘ব্যারিস্টার বিপ্লব বডুয়াকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে উপসচিব পদমর্যাদায় (গ্রেড-৫ এর সর্বোচ্চ ধাপ) যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী পদে মাননীয় প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সদয় সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।’

এই চুক্তিভিত্তিক নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

উল্লেখ্য, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া আওয়ামী লীগের দপ্তর হিসেবেও দায়িত্ব পালন করছেন।