যশোর কারাগারে ফাঁসির আসামির মৃত্যু

যশোর কারাগারে ফাঁসির আসামির মৃত্যু

সংগৃহীত

যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালে হাবিবুর রহমান (৭০) নামে ফাঁসির এক আসামির মৃত্যু হয়েছে। হাবিবুর রহমান মাগুরা জেলার শালিখা উপজেলার কোর্টপাড় গ্রামের মৃত গহর আলী মুন্সীর ছেলে।

শনিবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এর আগে সকাল সাড়ে ৭টার দিকে অসুস্থ হয়ে গেলে যশোর কেন্দ্রীয় কারাগার থেকে তাকে হাসপাতালে আনা হয়।

মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন যশোর কেন্দ্রীয় কারাগার জেল সুপার শরিফুল আলম।

কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, হাবিবুর রহমানের কয়েদী নম্বর- ৬২২৩/এ। তিনি ২০০২ সালের ৮ মার্চ মাগুরার শালিখা উপজেলার কোপপাড়া গ্রামের কৃষক সাহেব আলী হত্যাকাণ্ডের শিকার হন। মার্ডার মামলা নম্বর- দায়রা ৩৬/০৩, ধারা-৩০২। মৃত হাবিবুর রহমান ওই মামলার আসামি ছিলেন। বিজ্ঞ আদালত গত বছরের ৬ জুন ওই মামলায় হাবিবুর রহমানকে ফাঁসির দণ্ডাদেশ দিয়েছিলেন। বর্তমানে তার লাশ যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। তার লাশ পরিবারের নিকট হস্তান্তরের আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

যশোর সদর হাসপাতালের আরএমও পার্থ প্রতীম চক্রবর্তী জানান, কারা কর্তৃপক্ষ সকাল ৮টার দিকে কয়েদী হাবিবুর রহমানকে হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে আনার আগে তার মৃত্যু হয়েছে।