ইরাক-সিরিয়ায় হামলা যুক্তরাষ্ট্রের কৌশলগত আরেক ভুল : ইরান

ইরাক-সিরিয়ায় হামলা যুক্তরাষ্ট্রের কৌশলগত আরেক ভুল : ইরান

ইরাক-সিরিয়ায় হামলা যুক্তরাষ্ট্রের কৌশলগত আরেক ভুল : ইরান

ইরাক-সিরিয়ায় হামলাকে যুক্তরাষ্ট্রের কৌশলগত ভুল বলে আখ্যা দিয়েছে তেহরান। তবে শুক্রবারের ওই হামলায় হতাহতের বিষয়ে কোনো মন্তব্য করেনি দেশটি।শনিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রণালয়ের এক বিবৃতিতে এমন মন্তব্য করা হয়। এ সময় ইরাক ও সিরিয়ায় মার্কিন হামলাকে উভয় দেশের ‘সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার লঙ্ঘন’ বলেও মন্তব্য করা হয়।

মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেছেন, ‘সিরিয়া ও ইরাকে গত রাতের হামলা একটি হঠকারী পদক্ষেপ এবং মার্কিন সরকারের আরেকটি কৌশলগত ভুল। এতে এই অঞ্চলে উত্তেজনা ও অস্থিতিশীলতা বাড়ানো ছাড়া আর কোনো সুফল মিলবে না।’

উল্লেখ্য, সিরিয়া-ইরাকে যুক্তরাষ্ট্রের হামলার পর প্রথমবারের মতো শনিবার আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। গত সপ্তাহে সিরিয়ার সীমান্তবর্তী জর্ডানের একটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলার জবাবে যুক্তরাষ্ট্র ইরাক-সিরিয়ায় এই হামলা চালায়। প্রাণঘাতী ওই হামলায় তিন মার্কিন সেনা নিহত এবং আরো ৪০ জনের বেশি আহত হয়েছিল। হামলার জন্য যুক্তরাষ্ট্র এর আগে ইরান-সমর্থিত বাহিনীকে দায়ী করেছিল।

সূত্র : আল জাজিরা