মাতাল শিক্ষক, পেটালেন শিক্ষার্থীদের

মাতাল শিক্ষক, পেটালেন শিক্ষার্থীদের

প্রতিকী ছবি

মদ খেয়ে মাতাল অবস্থায় ক্লাসে ঢুকে ছাত্রছাত্রীদের মারধর করার অভিযোগ উঠেছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী প্রধান শিক্ষকের বিরুদ্ধে। শিক্ষকের এমন ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিভাবকরা গিয়ে ওই শিক্ষককে আটক করে বিক্ষোভ প্রদর্শন করেন।

ঘটনাটি ঘটেছে ভারতের পূর্ব মেদিনীপুরের পটাশপুরে। খবর পেয়ে পুলিশ গিয়ে জিতেন্দ্রনাথ সিংহ নামে ওই শিক্ষককে উদ্ধার করে।পটাশপুরের ভুবন মঙ্গলপুর প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবকদের দাবি, জিতেন্দ্রনাথ সিংহ নামে ওই শিক্ষক মাঝে-মাঝেই স্কুলে মদ খেয়ে মাতাল অবস্থায় আসতেন। বেশ কিছুদিন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছেন তিনি। সম্প্রতি স্কুলে স্থায়ী প্রধান শিক্ষক নিয়োগ হওয়ায় তিনি সহকারী প্রধান শিক্ষক পদে রয়েছেন।

আজ বুধবার সকালে মদ খেয়ে মাতাল অবস্থায় স্কুলে আসেন জিতেন্দ্রনাথ। এরপর কয়েকজন ছাত্রকে বেধড়ক মারধর করেন তিনি। এরপর বমি করে মাটিতে শুয়ে পড়েন।স্কুলের ভেতরে শিক্ষকের এমন কর্মকাণ্ডে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। তখন অভিভাবকরা ওই শিক্ষককে আটক করে বিক্ষোভ প্রদর্শন করেন। এমন ঘটনা শুনে ওই স্কুলে পৌঁছান আমর্ষি উত্তর চক্রের বিদ্যালয় পরিদর্শক। জেলা বিদ্যালয় পরিদর্শককে (প্রাথমিক) বিষয়টি তিনি জানান।

এ ঘটনায় পটাশপুর ২ নম্বর ব্লকের বিডিও শঙ্খ ঘটক বলেন, ‘মদ খেয়ে মাতাল অবস্থায় স্কুলে ঢুকে কোনো শিক্ষক ছাত্রছাত্রীদের মারধর করে থাকলে সেটা অপরাধের সামিল। পুলিশকে জানিয়েছি। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’