বাকৃবিতে শিক্ষার্থীকে শ্লীলতাহানি, অভিযুক্তের শাস্তিসহ ৬ দাবি

বাকৃবিতে শিক্ষার্থীকে শ্লীলতাহানি, অভিযুক্তের শাস্তিসহ ৬ দাবি

সংগৃহীত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) এক শিক্ষার্থীকে শ্লীলতাহানির প্রতিবাদে ছয় দফা দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের পশুপালন অনুষদের তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা।

রোববার (১১ ফেব্রুয়ারি) অভিযুক্ত সিএনজিচালিত অটোরিকশাচালকের বিচারের দাবিতে পশুপালন অনুষদ থেকে একটি মিছিল বের হয়ে প্রশাসনিক ভবনে গিয়ে শেষ হয়। এসময় আন্দোলনরত শিক্ষার্থীরা প্রশাসনিক ভবন ঘেরাও ও ক্লাস-পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত নেন।

ভুক্তভোগীর সহপাঠীরা জানান, শনিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শাহজালাল পশু পুষ্টি মাঠ গবেষণাগারে ব্যবহারিক ক্লাস করতে যাচ্ছিলেন ওই নারী শিক্ষার্থী। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) আবাসিক এলাকা সংলগ্ন সড়ক দিয়ে যাওয়ার সময় পেছন থেকে ২০-২৫ বছর বয়সী এক অটোরিকশাচালক তার শরীরে হাত দেন ও গাড়িতে তোলার চেষ্টা করেন। ভুক্তভোগী চিৎকার দিলে তিনি অটোরিকশা নিয়ে পালিয়ে যান।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে আন্দোলনরত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ছয় দফা দাবি জানান। দাবিগুলো হলো-

১. অবিলম্বে অটোরিকশাচালককে শনাক্ত করে বিচারের আওতায় আনতে হবে।

২. বহিরাগতদের চলাচল নিয়ন্ত্রণ করতে হবে।

৩. বিশ্ববিদ্যালয়ের প্রতিটি স্থান সিসি ক্যামেরার আওতায় আনতে হবে এবং ক্যাম্পাসের প্রতিটি স্থানে পর্যাপ্ত আলোর ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

৪. আলাদা ইউনিফর্ম ও রেজিস্ট্রেশন নম্বরসহ রিকশা এবং অটোরিকশা চলাচল নিশ্চিত করতে হবে।

৫. নিরাপত্তা শাখার সুষ্ঠু জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

৬. নিরাপত্তা কর্মীর সংখ্যা বাড়াতে হবে।