রংপুরে অভিনব উপায়ে ডাকাতি

রংপুরে অভিনব উপায়ে ডাকাতি

ফাইল ছবি।

রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানা এলাকার ৯ নং ওয়ার্ডের বীরচরন নাওহাটি এলাকায় পানির ট্যাংকিতে অজ্ঞান করার ওষুধ মিশিয়ে বাড়ির সদস্যদের অচেতন করে অভিনব কায়দায় ঘরে প্রবেশ করে ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার  ভোররাতে ডাকাতরা ঘরের দরজা তালা কেটে ঘরে প্রবেশ করে নগদ টাকা এবং স্বর্ণের চেন লুট করে নিয়ে যায। পরে আত্মীয় স্বজনরা এসে অচেতন অবস্থায় বাড়ির মালিক আকরাম হোসেন ও তার স্ত্রী হাসিনা বেগমকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। আকরাম হোসেনের জ্ঞান ফিললেও বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত স্ত্রী হাসিনা বেগমের জ্ঞান ফেরেনি। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বীরচরণ নাওহাটি এলাকায়  চালের আড়দারী ব্যবসায়ী আকরাম হোসেন ওরফে নুর ইসলাম স্ত্রী হাসিনা ও দুই কন্যাসহ বাড়িতে বাস করতেন। ডাকাতির আগে ডাকাতরা বাড়ির পানির ট্যাংকিতে  অজ্ঞান করার ওষুধ মিশিয়ে বাড়ির সকল সদস্যকে অজ্ঞান করে ফেলে। ভোররাতে একদল ডাকাত দেয়াল টপকে বাড়িতে প্রবেশ করে। হারাগাছ থানার ওসি হারেসুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পানির ট্যাংকিতে অজ্ঞান করার ওষুধ মিশিয়ে ডাকাতির ঘটনা ঘটতে পারে। বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।