শ্রম আদালতে মামলা চলাবস্থায় শেভরনের কর্মীদের টার্মিনেশন আদেশ হাইকোর্টে স্থগিত

শ্রম আদালতে মামলা চলাবস্থায় শেভরনের কর্মীদের টার্মিনেশন আদেশ হাইকোর্টে স্থগিত

শ্রম আদালতে মামলা চলাবস্থায় শেভরনের কর্মীদের টার্মিনেশন আদেশ হাইকোর্টে স্থগিত

ঢাকার শ্রম আদালতে মামলা বিচারাধীন থাকা অবস্থায় বহুজাতিক গ্যাস কোম্পানি শেভরন বাংলাদেশের যে সকল শ্রমিক-কর্মচারীকে গত বছরের মার্চ থেকে জুন মাস পর্যন্ত টার্মিনেশন করা হয়েছিল সে টার্মিনেশন আদেশকে স্থগিত করেছে হাইকোর্ট।

বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এ সংক্রান্ত পৃথক রিট পিটিশনের শুনানি নিয়ে এ আদেশ দেয়।এ সংক্রান্ত রিট পিটিশনের পক্ষে আইনজীবী ড. উত্তম কুমার দাস বাসসকে আজ এ তথ্য জানান। তিনি বলেন, শ্রমিকদের আনা রিটের পরিপ্রেক্ষিতে টার্মিনেশন আদেশের বিরুদ্ধে স্থগিতাদেশ দিয়েছে উচ্চ আদালত। পাশাপাশি রুল জারি করেছে আদালত। ওই শ্রমিকদের চাকুরিতে পুনর্বহালেরও আদেশ দেয়া হয়েছে।

রিট দায়েরকারী শ্রমিক-কর্মচারীরা শেভরনের অধীনে দীর্ঘ প্রায় দেড় থেকে দুই যুগ ধরে কাজ করছেন।শেভরনের পূর্বসূরী অক্সিডেন্টাল বাংলাদেশ ও ইউনিকোল বাংলাদেশের আমলে চাকরিতে যোগদান করেন তারা। দীর্ঘদিন যাবত চাকরিতে বহাল থাকলেও তাদেরকে নিয়োগপত্র ও সার্ভিস বুক দেয়া হয়নি। অধিকার ফিরে পেতে তারা শ্রম আদালতে মামলা দায়ের করেছেন। রিট পিটিশনারদের একজন মোঃ আতিয়ার রহমান বলেন, শ্রম আদালতে তাদের মামলা চলমান অবস্থায় তাদেরকে চাকরি থেকে টার্মিনেট করা হয়। বিষয়টি চ্যালেঞ্জ করে তিনিসহ ১২০ জন শ্রমিক কর্মচারী হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন।

সূত্র : বাসস