নারী কণ্ঠে চ্যাটিং করা তিন প্রতারক গ্রেফতার

নারী কণ্ঠে চ্যাটিং করা তিন প্রতারক গ্রেফতার

ছবিঃ সংগৃহিত।

ভারতীয় নারীর পরিচয় দিয়ে কণ্ঠ নকল করে ফেসবুকে চ্যাটিং ও  নগ্ন ছবি দেখিয়ে প্রতারণার অভিযোগে ঠাকুরগাঁওয়ে চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া মোটরসাইকেল চুরি সিন্ডিকেটের ৩ সদস্যকে গ্রেফতার করা হয়।

শনিবার পুলিশ সুপার উত্তম প্রসাদ এক প্রেস ব্রিফিংয়ে তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন ঠাকুরগাঁওয়ের নিশ্চিন্তপুর মহল্লার আজিম খান ওরফে বিদ্যুৎ নারী কণ্ঠ নকল করে বিভিন্ন ব্যক্তির সঙ্গে ফেসবুক ম্যাসেঞ্জারে কথা (চ্যাটিং) বলত। এ সময় আপত্তিকর ছবি সংরক্ষণ করে রাখতেন তিনি।

পরে ওই ব্যক্তিদের নগ্ন ছবি ও ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকা আদায় করত। ভুক্তভোগীদের অভিযোগে প্রতারক আজিমকে গ্রেফতার করা হয়। এদিকে চোরাই মোটরসাইকেলসহ আটকরা হলেন, বালিয়াডাঙ্গীর মোড়লহাট বোবড়া গ্রামের সাইফুল ইসলাম, রায়মহল নেন্দপাড়া গ্রামের সোহেল রানা ও পঞ্চগড়ের ভাওলাহাট (তেঁতুলিয়া) গ্রামের আব্দুর রহিম।