কারাদণ্ডের বিরুদ্ধে আপিল করলেন ইমরান খান

কারাদণ্ডের বিরুদ্ধে আপিল করলেন ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান সম্প্রতি পাওয়া তিনটি সাজার রায়ের বিরুদ্ধে আপিল করেছেন। শুক্রবার তার আইনজীবী লতিফ খোসা এ তথ্য জানিয়েছেন বলে খবরে বলা হয়েছে।

দুর্নীতি, রাষ্ট্রীয় গোপন নথি ফাঁস ও বিবাহ আইন ভঙ্গের মামলায় মোট ৩১ বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন ইমরান খান। তবে ইমরানের সমর্থকদের দাবি, নির্বাচনে অযোগ্য করতেই মূলত এসব উদ্দেশ্যপ্রণোদিত মামলা দেয়া হয়েছে তার বিরুদ্ধে।

গত ৮ ফেব্রুয়ারির নির্বাচনে ইমরানের দল পিটিআই সর্বাধিক আসনে বিজয় পেলেও কোনো দলই সরকার গঠনের জন্য একক সংখ্যা গরিষ্ঠতা পায়নি।

গত ৩০ জানুয়ারি রাষ্ট্রীয় গোপন নথি ফাঁসের অভিযোগে ১০ বছরের কারাদণ্ড, এর কিছুদিন পরই দুর্নীতির মামলায় ১৪ বছর ও সর্বশেষ বিবাহ আইন ভঙ্গের দায়ে ইমরান খানকে ৭ বছরের কারাণ্ড দেয় রাওয়াল পিন্ডির একটি আদালত।