উৎসবমুখর পরিবেশে চলছে কুবি শিক্ষক সমিতির নির্বাচন

উৎসবমুখর পরিবেশে চলছে কুবি শিক্ষক সমিতির নির্বাচন

সংগৃহীত

কুবি প্রতিনিধি:উৎসবমুখর পরিবেশে চলছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শিক্ষক সমিতির ১১তম কার্যনির্বাহী পরিষদের নির্বাচন। ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করছেন।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের শিক্ষক লাউঞ্জে সকাল সাড়ে ৯টায় ভোট গ্রহণ শুরু হয়। এবং  দুপুর দুইটা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। বিকালে  ভোট গণনা শেষে প্রাথমিক ফলাফল ঘোষণা করা হবে।  

প্রধান নির্বাচন কমিশন লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মো. রেজাউল করিম, বলেন, আমরা সাড়ে নয়টায় ভোট গ্রহণ শুরু করেছি। ভোটাররা নির্বিঘ্নে ভোট দিচ্ছে। ভোট গ্রহণ শেষ হলে আমরা  ভোট গণনা করে আজকেই  ফলাফল ঘোষণা করবো।

তবে এবারের নির্বাচনে আওয়ামীপন্থি শিক্ষকদের নীল দল অংশ নিলেও অংশ নিচ্ছে না বিএনপিপন্থি সাদা দলের কোনো প্রার্থী।