বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে উন্নতি ভারতের

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে উন্নতি ভারতের

সংগৃহীত

দুইবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে ভারত। কিন্তু টেস্টে সেরার তকমা এখনও আসেনি। আবার শুরু হয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। তার তৃতীয় রাউন্ডে পয়েন্ট টেবিলে উন্নতি হল ভারতীয় দলের। 

তৃতীয় টেস্টে ইংল্যান্ডকে ৪৩৪ রানের বিরাট ব্যবধানে হারানোর পর পয়েন্ট টেবিলে উন্নতি হয়েছে রোহিত শর্মাদের। দ্বিতীয় স্থানে পৌঁছে গেছে ভারত। ৭ ম্যাচ খেলে ভারতের ৫৯.৫২ শতাংশ পয়েন্ট। ৪টি ম্যাচ জিতেছে, দুইটি হেরেছে এবং একটি ড্র হয়েছে। 

প্রথম স্থানে আছে নিউজিল্যান্ড। চারটি ম্যাচ খেলে কিউয়িদের ৭৫ শতাংশ পয়েন্ট। তিনটি ম্যাচ জিতেছে, একটিতে হেরেছে উইলিয়ামসনরা।‌ তৃতীয় স্থানে ভারতের ঘাড়ে নিশ্বাস ফেলছে অস্ট্রেলিয়া। ১০টি ম্যাচ খেলে ফেলেছে অজিরা। তারমধ্যে জিতেছে ৬টিতে,‌ হেরেছে তিনটিতে। একটি ড্র হয়েছে। ৫৫ শতাংশ পয়েন্ট। 

চতুর্থ এবং পঞ্চম স্থানে রয়েছে বাংলাদেশ এবং পাকিস্তান। সুতরাং রোহিতদের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের ছাড়পত্র অর্জন করার লড়াই মূলত অস্ট্রেলিয়ার সঙ্গে।