কোয়ার্টার ফাইনালে ব্রাজিল

কোয়ার্টার ফাইনালে ব্রাজিল

ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে পর্দা উঠেছে বিচ ফুটবল বিশ্বকাপের আসর ১২তম আসর। এবারের আসরে অংশ নিয়েছে ১৬টি দল। যেখানে এরই মধ্যে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে টুর্নামেন্টের পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল।

এবারের আসরে এখন পর্যন্ত গ্রুপ পর্বে টানা দুই ম্যাচ জিতে শেষ আট নিশ্চিত করেছে ব্রাজিল। অন্যদিকে, বিচ ফুটবলে বরাবরের মতো বিবর্ণ আর্জেন্টিনা এবারও ধুঁকছে। টানা দুই হারে পয়েন্ট টেবিলের তলানিতে আছে আকাশী-সাদা জার্সিধারীরা। এতে অনিশ্চিত হয়ে পড়েছে নক আউট পর্বও।

২০০৫ সাল থেকে ফিফা বিচ ফুটবল বিশ্বকাপে নামে শুরু হওয়া টুর্নামেন্টটি সাধারণত সমুদ্র সৈকতে খেলা হয়ে থাকে। গত ১৫ ফেব্রুয়ারি দুবাইয়ে পর্দা ওঠা এবারের টুর্নামেন্টটির পর্দা নামবে আগামী ২৫ ফেব্রুয়ারি। 

পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল এবার ‌‌‘ডি’ গ্রুপে খেলছে। যেখানে তাদের প্রতিপক্ষ পর্তুগাল, ওমান ও মেক্সিকো। ওমানের বিপক্ষে প্রথম ম্যাচে ৫-৩ গোলে জয়ের পর সর্বশেষ শক্তিশালী পর্তুগালের বিপক্ষে দারুণ জয় পেয়েছে ব্রাজিল। 

রোববার (১৮ ফেব্রুয়ারি) গ্রুপ পর্বের তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচটিতে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন পর্তুগালকে ৩-২ ব্যবধানে হারিয়েছে সেলেসাওরা। আগামীকাল গ্রুপ পর্বের শেষ ম্যাচে মেক্সিকোর মুখোমুখি হবে ব্রাজিল।

অপরদিকে টুর্নামেন্টের ‘বি’ গ্রুপে থাকা আর্জেন্টিনা টানা দুই ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের একদম তলানিতে আছে। তাহিতির বিপক্ষে ৪-৩ গোলে হেরে আসর শুরুর পর ইরানের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে ৬ গোল হজম করেছে আলবিসেলেস্তেরা। 

বিপরীতে গোল শোধ করতে পেরেছে কেবল ৩টি। ফুটবলের বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা, জুনিয়র ফুটবলেও উড়ছে তারা। যদিও বিচ সকারে যেন বিপরীত এক আর্জেন্টিনাকেই দেখা যাচ্ছে।