যুক্তরাষ্ট্রের জাহাজে হামলার দাবি হুথিদের

যুক্তরাষ্ট্রের জাহাজে হামলার দাবি হুথিদের

ছবি: সংগৃহীত

ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা সোমবার বলেছে, তারা এডেন উপসাগরে দুটি আমেরিকান জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়েছে।

সামুদ্রিক সংস্থাগুলি এই জলসীমায় মার্কিন মালিকানাধীন একটি জাহাজে দু'বার আক্রমণ করার খবর  জানানোর পর হামলার দাবি করল হুতিরা।

হুতিদের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, এডেন উপসাগরে দুটি মার্কিন জাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি নৌবাহিনী। প্রথমটি ‘সি চ্যাম্পিয়ন' এবং অন্যটি ‘নাভিস ফরচুনা’।

এদিকে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীটি বলেছে, তাদের ‘বিমান প্রতিরক্ষা’ স্থানীয়ভাবে নির্মিত ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হোদেইদাহ প্রদেশের আকাশে একটি মার্কিন এমকিউ৯ উড়োযানে আঘাত হেনেছে। ড্রোনটি ভূপাতিত হওয়ার পর এর ফুটেজ শেয়ার করেছে দলটি। 

লোহিত সাগরে শিপিং লেনে হুতিদের হামলার জবাবে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ইয়েমেনের অভ্যন্তরে সামরিক অভিযান চালাচ্ছে। ইয়েমেনি গোষ্ঠীটি বলছে, গাজার বিরুদ্ধে যুদ্ধের অবসানে সহায়তার জন্য তারা ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করছে।