সিলেটের পিয়াইন নদ থেকে মর্টারশেল উদ্ধার

সিলেটের পিয়াইন নদ থেকে মর্টারশেল উদ্ধার

সংগৃহীত

সিলেটের গোয়াইনঘাটের পিয়াইন নদ থেকে বালু তোলার সময় শ্রমিকরা পরিত্যক্ত একটি মর্টারশেল উদ্ধার করেছে।

সোমবার (১৯ ফেব্রয়ারি) দুপুরে উপজেলার মধ্য জাফলং ইউনিয়নের নয়াগাঙ্গের পাড় এলাকা থেকে মর্টারশেলটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, দুপুরের দিকে মধ্য জাফলং ইউনিয়নে পিয়াইন নদের নয়াগাঙ্গের পাড় এলাকায় বালু তুলছিলেন কয়েকজন শ্রমিক। হঠাৎ এক শ্রমিকের হাতে শক্ত বস্তু অনুভব হয়। তিনি পানির নিচ থেকে এটি উঠিয়ে দেখেন বস্তুটি মর্টারশেল।

পরে শ্রমিকরা গোয়াইনঘাট থানায় খবর দিলে পুলিশ এসে ঘটনাস্থল থেকে সাধারণ জনগণকে নিরাপদ স্থানে সরিয়ে দেয়।

উদ্ধার হওয়া মর্টারশেলটি স্বাধীনতাযুদ্ধের সময়কার বলে ধারণা করা হচ্ছে। এর আগেও জাফলংয়ে মর্টারশেল উদ্ধার করে ধ্বংস করা হয়।

বিষয়টি নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, সংশ্লিষ্টদের খবর দেওয়া হয়েছে। বোমা বিশেষজ্ঞরা এলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।