থাইল্যান্ডে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

থাইল্যান্ডে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

সংগৃহীত

থাই-বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। বুধবার থাইল্যান্ডের পাতাইয়্যা শহরের চার তারকা হোটেল ইউনিক রিজেন্সি'র মিলনস্থানে ভাষা শহীদদের স্মরণে অমর একুশের  চেতনার ওপর ভিত্তি করে আলোচনা সভা ও নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি মো. গিয়াস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাতাইয়্যা পিপল মেডিকেল গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ও চেয়ারম্যান নিলস কোলোভ।

এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি জাহাঙ্গীর হোসাইন, সিনিয়র সহ-সভাপতি মোহম্মদ আনিসুর রহমান, সহ-সভাপতি শহীদুর রহমান, সাধারণ সম্পাদক শামসুজজামান শামীম, যুগ্ম সম্পাদক মোহামদ ইয়াসীর আরাফাত, মোহাম্মদ সাইফুল ইসলাম পবন ও লুৎফর রহমান লিটন, সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সোলায়মানসহ কার্যনির্বাহী পরিষদের সকল সদস্য ও সংগঠনের সকল সাধারণ সদস্য।