২০২৩-২৪ শিক্ষাবর্ষে বেসরকারি মেডিকেলে অনলাইনে ভর্তি আবেদন শুরু

২০২৩-২৪ শিক্ষাবর্ষে বেসরকারি মেডিকেলে অনলাইনে ভর্তি আবেদন শুরু

২০২৩-২৪ শিক্ষাবর্ষে বেসরকারি মেডিকেলে অনলাইনে ভর্তি আবেদন শুরু

২০২৩-২৪ শিক্ষাবর্ষে বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে বাংলাদেশি শিক্ষার্থীদের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

‘বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল’ কর্তৃক প্রণীত ভর্তি নীতিমালা-২০২৪ অনুযায়ী এবছর অনলাইনে নির্ধারিত ছকে ভর্তি আবেদন করতে হবে।

অনুমোদিত বেসরকারি মেডিকেল কলেজসমূহে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের টেলিটক মোবাইল সিম এর মাধ্যমে অনলাইনে (http://dgme.teletalk.com.bd) এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে হবে। ২০২৩-২৪ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষায় কৃতকার্য প্রার্থীরা শুধুমাত্র অনলাইন আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। বিস্তারিত নির্দেশনাবলি www.dgme.gov.bd I www.dghs.gov.bd ওয়েব সাইটে পাওয়া যাবে।

উল্লেখিত ওয়েব সাইটে প্রবেশ করলে এমবিবিএস এডমিশন অপশনে ক্লিক করে শিক্ষার্থীরা নির্ধারিত ডাটাবেজ ফরমে প্রবেশ করতে পারবেন। কলেজ পছন্দের তালিকায় গিয়ে দেশের দক্ষিণবঙ্গের একমাত্র বেসরকারি মহিলা মেডিকেল কলেজ আদ্-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজ, পুলেরহাট, যশোরে ভর্তিচ্ছুরা প্রথমে কলেজটিকে নির্বাচন করলে পছন্দের তালিকায় প্রথম স্থানে থাকবে এই মেডিকেল কলেজটি। 

আবেদন ফি ৯০০+১০০=১০০০ (এক হাজার) টাকা শুধুমাত্র প্রি-পেইড টেলিটকের মাধ্যমে জমা দিতে হবে।

অনলাইন আবেদন শুরুর তারিখ ২২ ফেব্রুয়ারি ২০২৪ বৃহস্পতিবার দুপুর ১২টার পর। আবেদনের শেষ তারিখ  ৯ মার্চ ২০২৪ শনিবার রাত ১২টা পর্যন্ত।

আবেদনের ফি জমাদানের শেষ তারিখ ১০ মার্চ ২০২৪ রাত ১২ টা পর্যন্ত। প্রাথমিক নিশ্চায়নের এসএমএস প্রদানের তারিখ ১৪ মার্চ ২০২৪। ওয়েব সাইটে তালিকা প্রকাশ ০২ এপ্রিল-২০২৪। ভর্তি শুরুর তারিখ ০৩ এপ্রিল ২০২৪। ভর্তির শেষ তারিখ ১৮ এপ্রিল ২০২৪।

আদ্-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজ যশোরে নির্দিষ্ট আসনে ছাত্রী ভর্তি হতে পারবেন। ছাত্রীদের মেডিকেল শিক্ষার ক্ষেত্রে এই মেডিকেল কলেজটি সুনামের সাথে তাদের শিক্ষাকার্যক্রম পরিচালিত করছে। কলেজ ক্যাম্পাসেই নির্মাণ করা হয়েছে ৫শ’ শয্যা বিশিষ্ট অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্বলিত হাসপাতাল। যেখানে প্রাকটিক্যাল এবং ইন্টার্ন ক্লাস করার সুযোগ পান শিক্ষার্থীরা। অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকামন্ডলী দ্বারা পরিচালিত মেডিকেল কলেজটিতে রয়েছে নিজস্ব ছাত্রী হোস্টেল, বৃহৎ লাইব্রেরি, প্রশস্ত লেকচার থিয়েটার, টিউটোরিয়াল রুম, এনাটমি মিউজিয়াম, পরিবহন ব্যবস্থাসহ যাবতীয় সুযোগ সুবিধা।