হবিগঞ্জে পৃথক দুর্ঘটনায় নিহত ২

হবিগঞ্জে পৃথক দুর্ঘটনায় নিহত ২

প্রতিকী ছবি

হবিগঞ্জের বাহুবল ও চুনারুঘাট উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা উল্টে এবং মোটরসাইকেলের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) রাতে পৃথক দুর্ঘটনায় এই দুই জনের প্রাণহানীর ঘটনা ঘটে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন— বাহুবল উপজেলার পশ্চিম রুপশংকর গ্রামের তৈয়ব আলীর স্ত্রী বাহারফুল নেছা (৪০) ও চুনারুঘাট উপজেলার রাণীগাঁও ইউনিয়নের চৌধুরীপাড়ার আদু মিয়ার ছেলে ফরিদ মিয়া (৩৫)।

পুলিশ জানায়, রাতে একটি দ্রুতগতির সিএনজিচালিত অটোরিকশা বাহুবলের তিতারকোনা নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে বাহারফুল নেছা গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, শনিবার রাতে ফরিদ মিয়াসহ তিনজন মোটরসাইকেলযোগে চুনারুঘাট থেকে সুন্দরপুর যাওয়ার পথে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে ফরিদ মিয়া ঘটনাস্থলেই মারা যান।

ওসি বদরুল কবির জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।