হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

ফাইল ছবি

পবিত্র শবে বরাত উপলক্ষ্যে সোমবার (২৬ জানুয়ারি) একদিন দিনাজপুরের হিলি স্থলবন্দরে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) থেকে পুনরায় আমদানি-রপ্তানি চালু হবে।

হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত জানান, সোমবার (২৬ জানুয়ারি) পবিত্র শবে বরাত উপলক্ষ্যে সরকারি ছুটি থাকায় একদিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে এবং পরদিন মঙ্গলবার থেকে আমদানি-রপ্তানি যথারীতি চালু হবে।

হিলি ইমিগ্রেশন ওসি শেখ আশরাফুল ইসলাম জানান, শবে বরাত উপলক্ষ্যে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।