১০ হাজার কিলোমিটার নৌপথ উন্নয়ন ও সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে : প্রতিমন্ত্রী

১০ হাজার কিলোমিটার নৌপথ উন্নয়ন ও সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে : প্রতিমন্ত্রী

১০ হাজার কিলোমিটার নৌপথ উন্নয়ন ও সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে : প্রতিমন্ত্রী

দেশের ১০ হাজার কিলোমিটার নৌপথ উন্নয়ন ও সংরক্ষণের উদ্যোগ নিয়েছে সরকার।ঢাকা থেকে নির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলামের এক প্রশ্নের জবাবে বৃহস্পতিবার জাতীয় সংসদে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এ তথ্য জানান।লক্ষ্মীপুর থেকে নির্বাচিত আওয়ামী লীগের সংসদ সদস্য নূর উদ্দিন চৌধুরী নয়নের এক প্রশ্নের জবাবে খালিদ মাহমুদ চৌধুরী জানান, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) এখন চারটি উদ্ধারকারী জাহাজ- নির্ভীক, প্রত্যয়, হামজা ও রুস্তম।

তিনি সংসদকে আরও জানান, ভবিষ্যতে ১৫০০ থেকে ২০০০ টন উত্তোলন ক্ষমতা সম্পন্ন উদ্ধারকারী জাহাজ সংগ্রহের প্রক্রিয়া চলছে।প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উদ্ধার সক্ষমতা বৃদ্ধির জন্য চারটি উইঞ্চ বার্জসহ সংশ্লিষ্ট মেশিনারিজ সংগ্রহের ব্যবস্থা নেওয়া হয়েছে।ধর্মমন্ত্রী ফরিদুল হক খান সংসদকে জানিয়েছেন, বর্তমানে দেশে মোট মসজিদের সংখ্যা সম্পর্কে মন্ত্রণালয়ের কাছে কোনো পরিসংখ্যান নেই।

তবে কোভিড মহামারিকালীন মসজিদগুলোতে আর্থিক অনুদানের জন্য প্রধানমন্ত্রীর নির্দেশে ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়ের মাধ্যমে মসজিদগুলোর তথ্য সংগ্রহ করা হয়।আওয়ামী লীগের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরীর এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, আনুমানিক মোট মসজিদের সংখ্যা ৩ লাখ ৩১ হাজার ১২৫টি।

সূত্র : ইউএনবি