আজ রুয়েট, কুয়েট ও চুয়েটের সমন্বিত ভর্তি পরীক্ষা

আজ রুয়েট, কুয়েট ও চুয়েটের সমন্বিত ভর্তি পরীক্ষা

ফাইল ছবি

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এর ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের ১ম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বিআর্ক কোর্সের সমন্বিত ভর্তি পরীক্ষা আজ অনুষ্ঠিত হবে।

রোববার (৩ মার্চ) চুয়েট, কুয়েট ও রুয়েট ক্যাম্পাসে একসঙ্গে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

কুয়েট ক্যাম্পাসে ‘ক’ গ্রুপের (বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি) রোল ২১০০০১-২১৬৮৪৭ ও ২১৮০০১-২১৮০০৯ পর্যন্ত সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এবং ‘খ’ গ্রুপের (বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বিআর্ক) রোল ২২০০০১-২২০৭৬২ পর্যন্ত সকাল ১০টা থেকে দুপুর পৌনে ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। মোট পরীক্ষার্থী ৭ হাজার ৬১৮ জন।

২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে সমন্বিত ভর্তি পরীক্ষার মাধ্যমে কুয়েটের ৩টি অনুষদের অধীন ১৬টি বিভাগে মোট ১ হাজার ৬৫ জন ভর্তি হতে পারবেন। চুয়েট ও রুয়েটে আসন সংখ্যা যথাক্রমে ৯৩১ ও ১ হাজার ২৩৫টি। চুয়েট ও রুয়েট কেন্দ্রে যথাক্রমে ৭ হাজার ৬৩০ জন ও ৬ হাজার ৯৯২ জন পরীক্ষার্থী রয়েছে।

ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য চুয়েট, কুয়েট, রুয়েট এর সমন্বিত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে পাওয়া যাবে।