আদালত অবমাননার মামলায় বিএনপি নেতা হাবিবের সাজা বহাল

আদালত অবমাননার মামলায় বিএনপি নেতা হাবিবের সাজা বহাল

আদালত অবমাননার মামলায় বিএনপি নেতা হাবিবের সাজা বহাল

আদালত অবমাননার মামলায় দণ্ডিত বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ফলে তাকে দেয়া হাইকোর্টের দণ্ড আপিল বিভাগেও বহাল রইল।

আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেছেন, এখন হাবিবুর রহমান হাবিবকে পাঁচ মাস দণ্ড খাটতে হবে।রোববার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন। 

আদালতে আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ।

এর আগে গত বছরের ২২ নভেম্বর হাইকোর্টের বিচারপতি আবু তাহের মো: সাইফুর রহমান ও বিচারপতি মো: বশির উল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ তাকে পাঁচ মাসের কারাদণ্ড দিয়ে রায় ঘোষণা করেন। একইসাথে তাকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। একইদিন তাকে কারাগারে পাঠানো হয়।

তলবে হাজির না হওয়ায় গত ৮ নভেম্বর বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবকে খুঁজে বের করে হাজিরের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। এ অবস্থায় ২১ নভেম্বর মিরপুরের ডিওএইচএস এলাকা থেকে র‌্যাব-২ তাকে গ্রেফতার করে। পরদিন তাকে হাইকোর্টে হাজির করা হয়।