বেইলি রোডে আগুনে হতাহতের ঘটনায় চীনের পররাষ্ট্রমন্ত্রীর শোক

বেইলি রোডে আগুনে হতাহতের ঘটনায় চীনের পররাষ্ট্রমন্ত্রীর শোক

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং-ই

রাজধানীর বেইলি রোডের বহুতল ভবনে আগুন লেগে হতাহতের ঘটনায় শোক জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং-ই। সোমবার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের কাছে পাঠানো এক বার্তায় শোক জানান তিনি।

চীনের পররাষ্ট্রমন্ত্রী তার পাঠানো শোকবার্তায় বলেন, গত ২৯ ফেব্রুয়ারি ঢাকার একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক হতাহতের ঘটনায় আমি ভীষণ মর্মাহত। ওই ঘটনায় আমি ভুক্তভোগীদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। সেই সঙ্গে নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি।

গত বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে রাজধানীর বেইলি রোডে গ্রিন কোজি কটেজ নামের ভবনে আগুন লাগে। এখন পর্যন্ত আগুনে ৪৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।