সাতক্ষীরায় দুটি ক্লিনিক বন্ধের নির্দেশ

সাতক্ষীরায় দুটি ক্লিনিক বন্ধের নির্দেশ

ছবি: সংগৃহীত

সাতক্ষীরায় লাইসেন্স না থাকায় দুটি ক্লিনিক বন্ধের নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৫ মার্চ) বিকেলে শহরের খুলনা রোড মোড় সংলগ্ন ডিজিটাল হরমোন ল্যাব, স্বপ্ন ক্লিনিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আকাশের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত।

এ সময় স্বপ্ন ক্লিনিক ও ডিজিটাল হরমোন সেন্টারের অনুমোদন না থাকায় প্রতিষ্ঠান দুটি বন্ধের নির্দেশ দেওয়া হয়। এছাড়া স্বপ্ন ক্লিনিককে ৫ হাজার টাকা ও ডিজিটাল হরমোন সেন্টারকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনাকালে আরো উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার।