আরো ১৩ জোড়া ট্রেন চালু

আরো ১৩ জোড়া ট্রেন চালু

ফাইল ফটো

আজ  রোববার থেকে ঢাকার বাইরে বিভিন্ন রুটে আরো ১৩ জোড়া ট্রেন চলাচল শুরু করেছে। রেলপথ সূত্রে জানা যায়, করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর স্বাস্থ্যবিধি মেনে প্রথমে ১৭ জোড়া ট্রেন চালু করে রেল মন্ত্রণালয়। আজ থেকে আরো ১৩ জোড়া নিয়ে মোট ৩০ জোড়া ট্রেন চলছে । 

আজ  চালু হওয়া ১৩ জোড়া ট্রেনগুলোর মধ্যে হচ্ছে - ঢাকা-সিলেট-ঢাকা রুটে পারাবত এক্সপ্রেস, ঢাকা-মোহনগঞ্জ-ঢাকা রুটে হাওড়া এক্সপ্রেস, ঢাকা-তারাকান্দি-ঢাকা রুটে অগ্নিবীণা এক্সপ্রেস, রাজশাহী-ঢাকা-রাজশাহী রুটে পদ্মা এক্সপ্রেস, রাজশাহী-চিলাহাটি-রাজশাহী রুটে তিতুমীর এক্সপ্রেস, চট্টগ্রাম-ঢাকা-চট্টগ্রাম রুটে মহানগর এক্সপ্রেস, পঞ্চগড়-ঢাকা-পঞ্চগড় রুটে একতা এক্সপ্রেস, খুলনা-ঢাকা-খুলনা রুটে সুন্দরবন এক্সপ্রেস, চট্টগ্রাম-ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে বিজয় এক্সপ্রেস, ঢাকা-নোয়াখালী-ঢাকা রুটে উপকূল এক্সপ্রেস, খুলনা-চিলাহটি-খুলনা রুটে সীমান্ত এক্সপ্রেস, গোবরা-রাজশাহী-গোবরা রুটে টঙ্গীপাড়া এক্সপ্রেস।

ঢাকা-দেওয়ানগঞ্জ বাজার-ঢাকা রুটে জামালপুর কমিউটার ট্রেন চালানো হবে।