জাকেরর বিধ্বংসী ইনিংস নিয়ে যা জানালেন মিরাজ

জাকেরর বিধ্বংসী ইনিংস নিয়ে যা জানালেন মিরাজ

জাকের আলী

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ঘরের ছেলে জাকের আলী অনিক নিজের কারিশমা দেখিয়েছেন। ব্যাট হাতে লঙ্কান বোলারদের শাসন করে দলকে জয়ের বন্দরে প্রায় নিয়েই যাচ্ছিলেন। ইনিংসের শেষ ওভারের তৃতীয় বলে লম্বা শট খেলতে গিয়ে জাকির লংঅনে ক্যাচ দিতেই শেষ হয়ে যায় যাবতীয় সম্ভাবনা! বাকি তিন বলে তাসকিন-শরিফুল মিলে প্রয়োজনীয় ১০ রানও তুলতে পারেননি। তাতে ৩ রানে হারের তিক্ত স্বাদ নিয়ে বাংলাদেশ মাঠ ছেড়েছে। লঙ্কানদের বিপক্ষে ম্যাচ হারলেও প্রথম ম্যাচে ও টাইগারদের হয়ে উজ্জ্বল ছিলেন জাকের আলী অনিক এবং মাহমুদউল্লাহ রিয়াদ। তবে আলদা করে নজর কেরেছেন ঘরের ছেলে জাকেরর ব্যাটিং।   

লঙ্কানদের দেওয়া ২০৭ রানের লক্ষ্যে ৬৮ রানে ৪ উইকেট হারালে লড়াইয়ে সম্ভবনাও হারিয়ে বসতে থাকতে টাইগাররা। সেখান থেকে প্রথমে রিয়াদ শো; এরপর বাকিটা জাকেরর ঝড়ো ৩৪ বলে ৬৮ রানের ইনিংস। তার ব্যাটিংয়ে জয়ের আশা দেখতে ছিলো টাইগাররা। তবে শেষ মুহূর্তে ৩ রানের হার নিয়ে মাঠ ছাড়ে টাইগাররা। আর এই ম্যাচে বাংলাদেশের জন্য আশার আলো জাকের আলী। যাকে নিয়ে প্রশংসায় ভেসেছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। 

গতকাল একটি টুর্নামেন্টের অনুষ্ঠানে গিয়ে জাকের এমন ইনিংস নিয়ে মেহেদী মিরাজ বলেন, ‘অবশ্যই ভালো লাগত যদি ম্যাচটা জিততে পারতাম। (জাকের আলী) অনিক যদি ম্যাচটা জেতাতে পারত তাহলে আরও ভালো লাগত। যেহেতু কাছে যেয়ে হেরেছি। আমার কাছে একটা জিনিস মনে হয় আমরা যেহেতু ২০০ রান করতে পেরেছি আমরা যেভাবে খেলেছি এরকম যদি খেলতে পারি টি-টোয়েন্টিতে মনে হয় না আমরা বেশি ম্যাচ হারব। হয়ত দেখা যাবে এরপরের ম্যাচে আমরা জিতব। যদি এমন আমরা খেলতে পারি। অনিক অসাধারণ খেলেছে। ওর জন্য এটা দরকার ছিল।’ 

‘আমি মনে করি ও এটা ডিজার্ভ করে। কারণ সে অনেক পারফর্ম করেছে। ঘরোয়া ক্রিকেটে, বিপিএলে অনেক ভালো খেলেছে গত ২-৩ বছর। এ বছরও অনেক ভালো খেলেছে। আমি মনে করি সে যেটা ডিজার্ভ করে সেটাই ও খেলেছে। এটা ওর ভবিষ্যতের জন্য ভালো হয়েছে। যেটা সবাই দেখেছে। এত চাপের ম্যাচ ছিল। ডেব্যু ম্যাচ ছিল অত সহজ ছিল না উইকেট পড়ে গিয়েছে। ওভারল আমি মনে করি কালকের ম্যাচটা অনেক ভালো ছিল। বিশেষ করে অনিক এবং রিয়াদ ভাই দুজনই অনেক ভালো ব্যাটিং করেছে।’

শ্রীলঙ্কার বিপক্ষে ঘুরে দাঁড়িয়ে সিরিজ জেতার সুযোগও আছে জানিয়ে মিরাজ বলেন, ‘হারলে অবশ্যই খারাপ লাগে। কাছে গিয়ে হারলে নিজেদের কাছে একটু স্বস্তি আসে। আমাদের ছোট ছোট যে ঘাটতিগুলো আছে এগুলা যদি উন্নত করতে পারি তাহলে আমাদের জন্য সহজ হয়ে যাবে। আশা করি এগুলো নিয়ে টিম ম্যানেজমেন্ট কাজ করছে কোন জায়গায় উন্নতি লাগবে তা নিয়ে কাজ করছে। আশা করি পরের ম্যাচে ভালো করতে পারব।’

ওয়ানডে সিরিজ প্রসঙ্গে মিরাজ জানান, ‘শ্রীলঙ্কার সাথে অবশ্যই আমাদের অনেক হাড্ডাহাড্ডি হবে। শেষ টি-টোয়েন্টি ম্যাচ, বিশ্বকাপেও দেখেন এরকম। ওদের সাথে আমাদের সবসময় অনেক লড়াই হয়। খেলাটা সবাই উপভোগ করে। আমার কাছে মনে হয় যে, আমরাও ভালো করব ইনশাল্লাহ।