যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে তিন কিশোর হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে তিন কিশোর হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ফাইল ফটো

যশোরে শিশু উন্নয়ন কেন্দ্রে তিন কিশোরকে হত্যার বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে।  আজ বিকালে শহরের দড়াটানা ভৈরব চত্ত্বরে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, শিশু উন্নয়ন কেন্দ্রে শিশুদের সংশোধনের শিক্ষা না দিয়ে কর্তৃপক্ষ পরিকল্পিত ও নির্মম পৈশাচিকভাবে পিটিয়ে তিন কিশোরকে হত্যা ও ১৫ কিশোরকে মারাত্মক জখম করেছে। এই নির্মম অমানবিক ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ি ব্যক্তিদের বিচারের দাবি জানান তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন  সিপিবি যশোর জেলার সভাপতি এ্যাড. আবুল হোসেন, সহ সাধারণ সম্পাদক এ্যাড. আমিনুর রহমান হিরু, সিপিবি নেতা মফিজুর রহমান নান্নু, বিথিকা সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দ।